কুচবিহারের মেয়ে এবং বলিউডি নায়িকা মৌনি রায় টুইটারে অপমানিত
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, মুম্বাই, ২৭ই জুন, ২০১৮: ফের কুচবিহারের মেয়ে এবং বলিউডি অভিনেত্রী মৌনি রায় কে সোশাল মিডিয়াতে ট্রোল্ড হতে হল। যদিও এটা প্রথম নয় এর আগেও বহুবার এমন ট্রোলিং এর শিকার হয়েছেন তিনি। এবার টুটারাট্টিরা তাকে কঙ্কাল বলতেও ছারেনি। এক টুটারাট্টির বক্তব্য “দেখতে পুরো কঙ্কাল লাগছে। খেতে পান না নাকি। একটু খান, না হলে তো দেখাই যাবে না”। জানা গেছে এক অনুষ্ঠানের জন্য লেহঙ্গা পড়েছিলেন মৌনি। সেই আউটফিটে একটি ছবি শেয়ার করেন তিনি তার টুইটার হ্যান্ডেলে। ব্যাস আর যাবে কোথায়, একের পর এক কমেন্টে ভরে যায় তার ছবি। কেউ লিখলেন, “আর কত ওজন কমাবেন। এবার তো কঙ্কাল হয়ে যাবেন।” কেউ লেখেন, “একটু খাওয়া দাওয়া করুন। অসুস্থ লাগছে।” কেউ কেউ তাকে কাঁটা, মোমবাতি, শুকনো লঙ্কা ইত্যাদি বলেছেন। তবে মৌনি নিজে এই সব কমেন্ট কে পেশাদারী ভঙ্গিতেই নেয়। তার মতে এটা সেলেবদের জীবনের অঙ্গ।
ছবি সোর্সঃ টুইটার