খুদে খেলোয়াড়দের ফালাকাটা ভেটারেনস ক্লাব দ্বারা খেলার সরঞ্জাম প্রদান
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটায়, ২৭ই জুন, ২০১৮: নতুন প্রজন্মকে ফুটবল খেলায় উৎসাহ বৃদ্ধির লক্ষে ফালাকাটা ভেটারেনস ক্লাবের উদ্যোগে ভুটনিরঘাট ফুটবল ময়দানে ফালাকাটা ভুটনিরঘাট ফুটবল অ্যাকাডেমির ২৭ জন খুদে খেলোয়াড়কে ফুটবল খেলার বুট, মোজা, হুজ প্রভৃতি প্রদান করা হলো। ফুটবল খেলার বুট গুলি দিয়েছেন ড: তপন দে। উপস্তিত ছিলেন ফালাকাটা ভেটারেনস ক্লাবের সভাপতি জহর সিনহা, সুভাষ রায়, প্রবীর দে, নিতাই পাল সহ প্রমুখ সদস্য ও ক্রীড়া প্রেমী জনগণ। ফালাকাটা ভেটারেনস ক্লাবের পক্ষে প্রবীর দে জানান, আমরা শুরু করলাম এখানে ১৬ জন মেয়ে ও ১১ জন ছেলে নিয়ে মোট ২৭ জন খুদে খেলোয়াড়কে ফুটবল খেলার কে ফুটবল খেলার সামগ্রী দেওয়া হলো। ধাপে ধাপে আমরা ফালাকাটা ব্লকের গ্রামের প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের এই সকল ফুটবল খেলার সামগ্রী দেওয়া হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)