ফালাকাটায় বইয়ের আকাল স্কুলে, পায়ে মাড়ানো হচ্ছে লক্ষ টাকার বই এস.আই অফিসে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৪ঠা এপ্রিল, ২০১৮: এখনও অনেক প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা বই পায়নি, বইয়ের অভাবে ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনা। কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকার বই ধুলোবালি পড়ে নষ্ট হচ্ছে এসআই অফিসে। ফালাকাটা উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শকের (এসআই) অফিসের বারান্দায় লোকের পায়ে পায়ে, ও ধুলোবালি পড়ে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার প্রাথমিক শিক্ষার বই। এই বই মাড়িয়েই ঢুকতে হয় অফিসের ভিতরে যে কোনো কাজ করতে গেলে। এই বইগুলো পায়ের তলায় ফেলে সকলেই অফিসের ভেতরে ঢোকেন। এভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে। ভ্রুক্ষেপ নেই এসআই সহ কোনও সরকারি কর্মীদের। অপরদিকে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা এখনও বই পায়নি। বইয়ের অভাবে নষ্ট হচ্ছে তাঁদের পঠন পাঠন অভিযোগ অভিভাবকদের। শুধু বই নয় বইয়ের সঙ্গে নষ্ট হচ্ছে ছাত্র ছাত্রীদের খাওয়ানোর জন্য ওষুধও। ছাত্র ছাত্রীদের সুস্থ থাকার জন্য স্কুল হেলথ থেকে দেওয়া হয় বিভিন্ন ধরনের ওষুধ, যেমন আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম, ক্রিমির ওষুধ প্রভৃতি। এগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে পেরিয়ে যাচ্ছে তাঁর এক্সপায়ারি ডেট। এই বিষয়ে জানার জন্য ফালাকাটা উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে গেলে, ফালাকাটা উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে দেখা পাওয়া যায়নি। এর কারন তখনও পর্যন্ত তিনি অফিসে আসেননি। তাৎপর্যের বিষয় হল ওনার অফিসের কোনো কর্মীকেও দেখা যায়নি সেই সময় পর্যন্ত। দেখা গেছে শুধু সর্বশিক্ষা মিশনের দুজন কর্মী ওই অফিসটি পরিচালনা করছেন। নন কনফার্মড সূত্রের খবর ওনার দফতরের কর্মীরা কেউ অফিসে আসেন না। সর্বশিক্ষা মিশনের কর্মী দিয়েই অফিসটি চালানো হয়।

ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!