ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি দেবার নামে ঘুষ কেলেঙ্কারি

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৯ই এপ্রিল, ২০১৮: ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র এই অভিযোগে ফালাকাটার বিডিও ও ফালাকাটা থানার আইসির লিখিত ভাবে অভিযোগ দায়ের। এই দালাল চক্র কাজ করছে সোনাপুর, তপশিখাতা, ঘোকসাডাঙ্গা, ও মাথাভাঙ্গা এলাকায়। এরা এই সকল এলাকায় গিয়ে শিক্ষিত বেকার যুবকদের কাছে গিয়ে বিশ্বাস ও আশ্বাস দিয়ে বলছে, কিছু সরকারি আধিকারিক ও কিছু রাজনৈতক নেতা তাদের সঙ্গে আছে। তারই এই চাকরি করিয়ে দেবে ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে, এর জন্য ৫ লক্ষ টাকা করে লাগবে। সব রকমের পদে লোক নিয়োগ হবে তবে সুপারভাইজর পদে বেশি লোক নেওয়া হবে। প্রথমে ১ লক্ষ টাকা ও সকল কাগজ পত্র জমা দিতে হবে, বাকি ৪ লক্ষ টাকা কয়েকদিন পর দিতে হবে, নিয়োগ হবে পঞ্চায়েত নির্বাচনের পরেই। তাই তাড়াতাড়ি ১ লক্ষ টাকা ও সকল কাগজ পত্র জমা দিন, শূন্যপদ সীমিত। এই বলে দালাল চক্র সক্রিয় হয়ে টাকা তুলছে শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে। আর এরাও এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। এমনটাই অভিযোগ করে ফালাকাটা বিডিও ও ফালাকাটা থানার আইসিকে লিখিত ভাবে অভিযোগ জানালো নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সম্পাদক নারায়ণ বিশ্বাস বলেন, এখানে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরা চাকরি দেবার নাম করে যুবকদের প্রতারণা করছে। আমার কাছে প্রমাণ আছে। আমি সব জেনেই এই অভিযোগ করছি। আমাকে বিডিও ম্যাডাম ও আইসি সকলে আশ্বাস দিয়েছে, এর তদন্ত করবেন ও অপরাধীদের কঠোর শাস্তির ব্যাবস্থা করবেন। আমার এই সংগঠন সাধারণ মানুষের পাশে ও সাথে আছে ও থাকবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!