নির্বাচন আচরণ বিধিতে সারা রাজ্যের মত ফালাকাটায় বন্ধ ‘রূপশ্রী’ প্রকল্প

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৯ই এপ্রিল, ২০১৮: বর্তমানে রাজ্যে এখন মহিলাদের উন্নয়নের জন্য বহু প্রকল্পের কাজ চলছে। মহিলাদের বিদ্যালয়মুখী করতে ও বাল্য বিবাহ বন্ধ করতে নারী শিক্ষার অগ্রগতির জন্য চালু করেছে বিভিন্ন জনমুখী প্রকল্প। রয়েছে সবুজসাথী, কন্যাশ্রী, বিদ্যালয়ে বিনামূল্যে বই, ব্যাগ, টেষ্ট পেপার, স্কুলড্রেস প্রভৃতি প্রদান। এখন আবার চালু হয়েছে ‘রূপশ্রী’। এই ‘রূপশ্রী’ প্রকল্পে আওতায় মেয়েদের বিবাহের জন্য মুখ্যমন্ত্রী তহবিল থেকে এককালীন ২৫০০০ টাকা দেওয়া হবে। যাদের বাৎসরিক পারিবারিক আয় দেড় লক্ষ টাকার নিচে, সে সমস্ত পরিবারের মেয়েরা এই সুবিধা পাবে। কিন্তু এই সময় নির্বাচন আচরণ বিধির জন্যে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহু পরিবার। ফর্ম জমা নেওয়া হচ্ছে না। নির্বাচনী আচরণ বিধির জন্যে এপ্রিল মাসের বিবাহের জন্য এই ‘রূপশ্রী’ প্রকল্পের ২৫০০০ টাকা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ ফালাকাটার বহু পরিবারের। এ মাসে তারা ফর্ম জমা দিতে পারছে না। সংশ্লিষ্ট দপ্তর ফর্ম জমা নিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। অভিভাবকরা অবশ্য এই আচরণ বিধিকে নির্বাচনের অজুহাত বলেই মনে করছেন। এই ‘রূপশ্রী’ প্রকল্পের ২৫০০০ টাকা পেলে প্রচুর গরীব পরিবার উপকৃত হতো। এই সব বঞ্চিত পরিবারের দাবি মুখ্যমন্ত্রী এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন ও পরবর্তীতে এই টাকা পাবে। এবিষয়ে ফালাকাটা ব্লক সমাজকল্যাণ আধিকারিক শ্রী রোশন লামা বলেন, “এখন নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে। আমরা ব্লকে ও জেলায় সকলে নির্বাচনী কাজে ব্যাস্ত হয়ে পড়েছি। এবিষয়ে এখন আমাদের কিছু করার নেই। এমাসের যাদের বিবাহ হচ্ছে তাদের বিষয়টি নির্বাচন পরবর্তীতে সরকারি নিয়মানূসারে হবে। সরকার যা পদক্ষেপ নেবে আমরা সে মোতাবেক কাজ করবো”।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!