সাংবাদিক চিহ্নিতকরনের জন্যে তুফানগঞ্জের সাংবাদিকদের পুলিশের তরফ থেকে জ্যাকেট প্রদান
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ৯ই এপ্রিল, ২০১৮: তুফানগঞ্জ মহকুমায় যাতে কুচবিহার ১নং ব্লক অফিসে সামনে সাংবাদিক হেনস্থার ঘটনার মত ঘটনা না ঘটে সেই জন্যে তুফানগঞ্জ মহকুমা পুলিশ তৎপর। সেই কালো দিনের কথা মাথায় রেখে এবং সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর সকল সাংবাদিকদের প্রেস লেখা জ্যাকেট তুলে দিলেন। তুফানগঞ্জে প্রেস ক্লাবের পক্ষে টি.এন.আই প্রতিনিধি এবং মজনু রহমান তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর মহাশয় কে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)
Facebook Comments