যিশু দিবসে শিলিগুড়ির ‘ইচ্ছেডানার’ দুঃস্থ সেবা করল শিলিগুড়ি জংশন এলাকায়
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ির সাংস্কৃতিক-সামাজিক গোষ্ঠী ‘শিলিগুড়ি ইচ্ছেডানা’ সামাজিক ভাবে দায়বদ্ধ হয়ে বড়দিনের পুন্য লগ্নে গত ২৪সে ডিসেম্বর মধ্যেরাত্রে স্যান্টা ক্লজ সেজে পৌঁছে যাবার অঙ্গীকার নিয়েছিল শিলিগুড়ির রাজপথে আশ্রয়হীন, সহায় সম্বলহীন মানুষদের কাছে। উপহার হিসেবে সঙ্গে করে নিয়ে গাল প্রত্যেকের জন্য কম্বল, কিছু খাবার, মিষ্টি ও চকোলেট। একই সঙ্গে পরেরদিন অর্থাৎ বড়দিন ২৫শে ডিসেম্বর সকাল ৮টা থেকে শিলিগুড়ি জংশন এলাকায় শুরু হয় দুস্থদের কম্বল প্রদান অনুষ্ঠান। উল্লেখ্য প্রতিবছর ‘শিলিগুড়ি ইচ্ছেডানা’ দুর্গাপূজা, ঈদ এবং স্বাধীনতা দিবসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার প্রান্তিক মানুষদের নববস্ত্র ও খাবার তুলে দেয়। এছাড়াও রবীন্দ্র ভাবনায় ‘বসন্ত উৎসব’ সাড়ম্বরে পালন করেছে এই গোষ্ঠী গত বছর।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)