আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হচ্ছে ফালাকাটা গোল্ড কাপ – ২০১৮

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: ফালাকাটা টাউন ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে করে দ্বিতীয় বর্ষ ফালাকাটা গোল্ড কাপ – ২০১৮, ট্রফি উন্মোচন করে খেলার বিস্তারিত জানান বিধায়ক তথা ফালাকাটা গোল্ড কাপ – ২০১৮ মুখ্য উপদেষ্টা শ্রী অনিল অধিকারী। এছারাও ছিলেন ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক শ্রী নিতাই সেন, কমিটির সভাপতি শ্রী তিননাথ সাহা, ক্লাব সভাপতি শ্রী রণেশ তালুকদার, শ্রী সঞ্জয় দাস, শ্রী বিকাশ কুন্ডু প্রমুখ কর্মকর্তাগণ। আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হবে এই নৈশ ফুটবল টূর্ণামেন্ট চলবে আগামী ৭ই অক্টোবর পর্যন্ত। এই খেলায় বাংলাদেশ, আসাম সহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। এই দলগুলি হলো, পাথচক্র কলকাতা, রাজ্য পুলিশ ১২ ব্যাটেলিয়ান শিলিগুড়ি, সান্স ক্লাব আসাম, নর্থ সিকিম ফুটবল অ্যাকাডেমি সিকিম, ঢাকা বালাদেশ, নবাংকুর সংঘ শিলিগুড়ি, হালিশহর স্পোটিং ক্লাব কলকাতা, ইউনাইটেড এফসি দার্জিলিং। ফালাকাটা গোল্ড কাপ – ২০১৮ এর উদ্বোধন করবেন ভারতের প্রাক্তন ফুটবল ক্যাপ্টেন তথা বিধায়ক শ্রী দিপেন্দু বিশ্বাস, উপস্তিত থাকবেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, প্রমুখ। আগামী ৭ই অক্টোবর চূড়ান্ত পর্যায়ের ফাইনান্স খেলায় উপস্তিত থাকবেন ইন্ডিয়ান ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট শ্রী সুব্রত দত্ত, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!