শব্দ: রক্ত বন্ধনে শিলিগুড়ির মহিলারা প্রতিজ্ঞাবদ্ধ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: রক্ত এবং নারীর সূত্র সর্বদাই পবিত্র। তাই তো উত্তর-পূর্ব ভারতের পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত সোসাইটি অফ্ ওমেন্স অ্যাসোসিয়েটেড উইথ্ ব্লাড ডোনেশন (এস.ডাব্লু.এ.বি.ডি.ও | পড়ুন: শব্দ) প্রতি বছরের ন্যায় এবছরও ১লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে চলেছে “জাতীয় রক্তদান দিবস”। ১লা অক্টোবর, সোমবার; বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শিলিগুড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এস.ডাব্লু.এ.বি.ডি.ও (পড়ুন: শব্দ) তাদের কঠিন পথচলা শুরু করতে চলেছে শহর শিলিগুড়ির বুকে। এস.ডাব্লু.এ.বি.ডি.ও (পড়ুন: শব্দ) লক্ষ্য হল:
- কোনো মহিলার যেন রক্তের অভাবে মৃত্যু না হয়।
- মহিলাদের সুস্থ সামাজিক জীবনের পথে যে সকল কুসংস্কার, প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত বাধার দূরীকরণ।
- সমাজের প্রতি স্তরের মানুষ, বিশেষ করে নারীদের উদ্বুদ্ধ করা রক্তদানের প্রতি।
এস.ডাব্লু.এ.বি.ডি.ও (পড়ুন: শব্দ) -এর পক্ষে সিঞ্চিনী ব্রহ্ম টি.এন.আইকে জানান, “সৃষ্টির আদি শক্তি হলেন নারী। মানুষ শব্দের প্রথম অক্ষর হল ‘মা’। অর্থাৎ মা বা মাতৃ শক্তি বা নারী শক্তি ব্যতিত কোন সমাজ গড়ে উঠতে পারে না। তাই সমাজের একটা দায়বদ্ধতা রয়েছে নারী জাতির রক্ষার প্রতি।”
সংবাদচিত্র