ধুপগুড়ীর প্লাইউড ফ্যাক্টারীতে জেনারেটর থেকে আগুন, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: প্লাইউড ফ্যাক্টারীতে জেনারেটর থেকে আগুন।ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ্য টাকা।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ধুপগুড়ী ২ নম্বর ব্রীজ এলাকার ‘বেঙ্গল প্লাইউড ফ্যাক্টারী’তে। প্রত্যক্ষদর্শীদের মতে এদিন দুপুর দুটো নাগাদ ফ্যাক্টারীর জেনারেটর রুমের ইঞ্জিনে বিকট শব্দ হয়ে আগুন লাগে এবং মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। তড়ীঘড়ি ফ্যাক্টারীতে কর্মরত শ্রমিকরা দমকল ও ধূপগুড়ি থানায় খবর দেন। খুব অল্প সময়েই ঘটনাস্থলে পৌছায় ধুপগুড়ী দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফ্যাক্টারীর মালিক প্রাণকৃষ্ণ সাহা জানান, এদিন জেনারেটর রুমের বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে আসে এবং আগুন দেখতে পায়। তবে দমকল সময়মতো আসায় এবং কর্মরত শ্রমিকদের চেষ্টায় বড়োসড়ো ক্ষয়ক্ষতি হতে পারেনি। শুধু মাত্র জেলারেটর এবং কিছু দামী বৈদ্যুতিন সরঞ্জাম নষ্ট হয়েছে। এছাড়া যে ঘরে আগুন লেগেছিল সেখানেও কিছু ক্ষতি হয়েছে। ধুপগুড়ী দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিল্পব ঠাকুর জানান, প্লাইউড ফ্যাক্টারী মানেই কাঠ ফলে আগুন দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে। তাছাড়া ঐ জেনারেটর ঘরের একপাশে ছিল জমা প্লাইউড আর অপর পাশে রেজিনের গোডাউন ফলে আগুন কোন ভাবে ছড়িয়ে যেতেই পারত।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)