কোভিড মোকাবিলায় ফালাকাটায় প্রশাসনিক বৈঠক, বিজেপি থাকলেও অনুপস্থিত বিধায়ক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৬ই মে, ২০২১: করোনার দ্বিতীয় ঢেউ উপচে পড়েছে সারা বিশ্বে। এর ফলে ফালাকাটাতেও মৃত্যু হচ্ছে করোনার জন্য এই মৃত্যু নিয়ে অযথা যেন কোন প্রাণী এবং বিভ্রান্তি না ছড়ায় সেসব বিষয় নিয়েই ফালাকাটায় কমিটি হলে এক প্রশাসনিক বৈঠক করলো ফালাকাটা ব্লক প্রশাসন সেখান থেকে বলা হয়েছে যে হিন্দু মুসলিম শিখ সম্প্রদায়ের মানুষের জন্য মৃত্যু হয় তা তাদের কে সেই সম্প্রদায়ের নিয়ম – নীতি রীতি মেনেই তা তাদেরকে সৎকার করা হবে এবং এর জন্য সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা আশা করছে ফালাকাটা ব্লক প্রশাসন এই সভায় উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিম মজুমদার, ফালাকাটা থানার আইসি শ্রী সনাতন সিংহ, ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ পার্থসারথি এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহ – সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস এবং ফালাকাটা বিশিষ্ট নাগরিক শ্রী সুভাষ রায় এবং ফালাকাটার পঞ্চায়েত সমিতির সদস্য ও ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের সকল প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে সভায় দেখা যায়নি ফালাকাটায় নব-নির্বাচিত বিধায়ক শ্রী দীপক বর্মন কে। তাই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে কারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে এটাই তার সর্বপ্রথম প্রশাসনিক বৈঠক ছিল এবং তিনি অনুপস্থিত ছিলেন। তবে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অন্যান্য নেতা কর্মীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ছবি: সংবাদচিত্র