খাদ্যাভাব দেখা দিল শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমে – সাহায্যে এগিয়ে এলো ‘সমব্যথী’
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই মে, ২০২১: আজ শহরের শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে শিলিগুড়ি টিকিয়াপাড়ার শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের অসহায় আবাসিকদের জন্য কিছু দিনের জন্য ১৫ কেজি আলু এবং অন্যান্য শাখ সবজি দেওয়া হয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই অনাথ আশ্রমটিতে খাদ্যের প্রচুর অভাব দেখা দিতে শুরু করেছে। এই অনাথ আশ্রমটি সম্পূর্ণ দানের ওপর নির্ভরশীল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শ্রী সঞ্জয় সাহা। তিনি উপস্থিত সংবাদ মাধ্যকের দ্বারা সকলকে ‘সমব্যথী’ পক্ষ থেকে শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের সহায়তায় এগিয়ে আসার জন্যে আবেদন রাখেন।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments