তিন দেশের লেখক, কবি ও সাহিত্যিকদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন দিনহাটায়

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, দিনহাটা, ২৭শে ফেব্রুয়ারি, ২০১৯: ষষ্ঠ হিতেন নাগ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো দিনহাটায়। বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিক্রমজিৎ মজুমদার। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের ঔপন্যাসিক সেলিনা হোসেন সহ নেপাল থেকে সুভদ্রা রাই, ভুটান থেকে এইচ বি বিশ্ব, বঙ্গরত্ন আনন্দ গোপাল ঘোষ,কবি সুধীর কুমার দত্ত, রাম অবতার শর্মা, স্বপন কুমার মন্ডল, বাংলাদেশের মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।এই সম্মেলনের উদ্দেশ্যে ও লক্ষ নিয়ে সম্ভাষণ দেন ক্লাবের সভাপতি অনির্বান নাগ এবং সম্পাদক গোকুল সরকার। এদিন সাহিত্যে বিশেষ অবদানের জন্য তৃপ্তি সান্ত্রা, মৃগাঙ্ক ভট্টাচার্য, ক্রীড়াক্ষেত্রে জোৎস্না রায় প্রধান,প্রকাশনার ক্ষেত্রে আশুতোষ বর্মন এবং কবি ক্ষেত্রও কমলেশ রাহা রায় কে হিতেন নাগ স্মৃতি পুরুস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন গুরু প্রসাদ মহান্তি, ডাঃ সঞ্চিতা দাস, প্রবীর শীল, দীপক বর্মন, অরুন মুখার্জী ও মহুয়া চৌধুরী অংশ নেন। পরের পর্বে আলোচনায় ছিলেন চার দেশের আলোচকরা।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!