ফের ফালাকাটা থেকে উদ্ধার হল নেশা করার অবৈধ ওষুধ, আটক এক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই নভেম্বর, ২০১৮: গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমাণ অবৈধ কাপ সিরাপ ব্যাথার ঔষধ যা ড্রাগস হিসাবে নেশা করার জন্য ব্যাবহৃত হয়। এগুলো পাচার করার সময় ফালাকাটা নতুন চৌপথি থেকে উত্তম সাহা (৩৪) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ফালাকাটা থানার আইসি সৌম্যজিত রায় জানায়, ধৃত ব্যাক্তি এই সমস্ত অবৈধ ঔষধ (ড্রাগ) ফালাকাটায় বিক্রির উদ্যেশ্যে নিয়ে এসেছিল। ধৃতের কাছে উদ্ধার হওয়া অবৈধ ঔষধ (ড্রাগ) এর কোন প্রকার বৈধ কাগজ বা লাইসেন্স দেখাতে পারেনি। সেজন্যই তাকে গ্রেফতার করে তার নামে মামলা রুজু করা হয়েছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments