ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৩ই অক্টোবর ২০১৮: ফালাকাটার স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার লক্ষে এবং ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালকে রাজ্যের মডেল হাসপাতাল রূপে গড়ার লক্ষ নিয়ে মঙ্গলবার ফালাকাটা রোগী কল্যাণ সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হল। ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালে আয়োজিত এই এই সভায় উপস্থিত ছিলেন ফালাকাটা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ফালাকাটা বিধান সভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, আলিপুরদুয়ার জেলার জেলা শাসক নিখিল নির্মল, ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, সি.এম.ও.এইচ, মহকুমা শাসক, ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালে সুপার ডাঃ চন্দন ঘোষ, ব্লক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর ইসলাম, সকল ডাক্তার, নার্সিং স্টাফ, পূর্ত দফতরের আধিকারিক প্রমুখ ।
জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যে নতুন ১০০ শয্যার আসন চালুর বিষয়ে এদিনের সভায় আলোচনা হয়েছে। এরই পাশাপাশি বহির্বিভাগ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানা গিয়েছে। বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালে ১৬ জন ডাক্তার ও ৬২ জন নার্স কর্মরত আছেন। আগামী তিন মাসের মধ্যে ৩০০ শয্যার আসন চালু হবে। দ্রুত ব্লাড ব্যাঙ্ক ও ডায়ালশিস বিভাগ শুরু হবে। ডাক্তার আবাসন ও শুল্ক যুক্ত সুলভ শৌচাগার তৈরি করা হবে ও পুলিশ আউট পোষ্টও পি.ডবলু.ডি তৈরি করবে। ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালকে ‘তাম্বাকু ফ্রি জোন’ করা হয়েছে, এখানে কোন প্রকার পান –গুটকা-তামাকজাত দ্রব্য খেয়ে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে । ফালাকাটা সুপার স্পেশালটি হাসপাতালকে রাজ্যের মডেল হাসপাতাল গড়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানান আলিপুরদুয়ার জেলার জেলা শাসক নিখিল নির্মল ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)