ফালাকাটায় ধাবা থেকে অবৈধ মদ উদ্ধার, আটক ১
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই অক্টোবর ২০১৮: মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ফালাকাটার ধূপগুড়ি মোড় এলাকার ম্যানচেস্টার ধাবায় তল্লাশি চালিয়ে অবৈধ মদ সহ সুজিত দাস (৩৫) নামে একজনকে আটক করল । ধৃত সুজিত দাসের বাড়ি ফালাকাটার রামকৃষ্ণ কলোনিতে । ফালাকাটা থানার আইসি সৌম্যজিত রায় জানান, পুলিশের কাছে খবর আসে ধাবাতে দেশি বিদেশী মদ অবৈধ ভাবে মজুত করে বিক্রি হচ্ছে । সেই খবরের জেরেই ঐ ধাবাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে মদ ও এই অভিযোগে এক জনকে আটক করা হয়েছে । ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments