হরিয়ানার প্রেমিকাকে অপহরণ করে পাকড়িগুড়িতে ধরা পড়ল যুবক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই অক্টোবর ২০১৮: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে অপহরণ করে ধরা পড়ল অসমের নিবাসী এক যুবক। তার সাথে ধরা পড়েছেন আরও ৩ জন। প্রেমিক সহ ধৃত চার জনের মধ্যে একজন মহিলা রয়েছে। প্রেমিকা তরুণীকেও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে শনিবার সকালে অসম বাংলা সীমানার পাকড়িগুড়ি চেকপোস্টে রুটিন টহল চলছিল। সেই সময় দিল্লী নম্বরের একটি ‘সুইফট ডিজায়ার’ গাড়ির ভেতর থেকে এক তরুণীর আর্তনাদ শুনতে পান সীমানায় তল্লাশিরত পুলিশ। তাদের সন্দেহ হয়। সাথে সাথে গাড়িতে তল্লাসি চালানোর মহিলা সহ মোট চার জন ধরা পরে যায়। গাড়িতে থাকা এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লী থেকে আসা DL5CC8838 নম্বরের গাড়িটিকেও আটক করে পুলিশ। ধৃতরা হলেন রোশন আহমেদ (২৫) আশুক শেখ (২৬) দানবীর শেখ (২৮) ও শাহাবানু চৌধুরী । পালিয়ে যাওয়া যুবকের নাম জানা যায় নি। জানা গেছে উদ্ধার হওয়া তরুণী হরিয়ানার গুরুগ্রাম এলাকার বাসিন্দা। তার সাথে রোশনের প্রেম ছিল। কিন্তু প্রেমে প্রত্যাখ্যান হয়ে রোশন ওই যুবতিকে অপহরণ করে। অপহরণ করে তারা অসমের দিকে যাচ্ছিল। দিল্লী থেকে আর ও বন্ধুদের নিয়ে নেয় সে৷ প্রথমে নেশার ওষুধ খাইয়ে তরুণীকে অপহরণ করা হয়। শিলিগুড়ির কাছেই ওই যুবতির হুশ ফেরে। শনিবার সকালে অসম বাংলা সীমানায় গাড়ি চেকিংয়ের সময় চিৎকার করলে তারা পুলিশের নজরে পড়ে যায়। পরে পুলিশ এদের গ্রেফতার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অসম বাংলা সীমানার পাকরিগুড়ি এলাকায়৷ আলিপুরদুয়ার জেলা পুলিশ হরিয়ানার গুরগাও থানার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন৷