কুমারগ্রাম-শামুকতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মিলনী

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, কুমারগ্রাম, ৪ঠা নভেম্বর, ২০১৮: কুমারগ্রাম-শামুকতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের বারবিশায়। শনিবার সন্ধ্যায় বারবিশা বিবেকানন্দ ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ দশরথ তির্কি। সাংসদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলাদাস সরকার, পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্তরায়, কুমারগ্রাম থানার আইসি নরেন্দ্র কালিকোটে, শামুকতলা থানার ওসি বিরাজ মুখোপাধ্যায় সহ কুমারগ্রাম ও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কুমারগ্রাম-শামুকতলা প্রেস ক্লাবের সভাপতি সুকুমাররঞ্জন সরকার। বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে এদিন স্থানীয় শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য এদিন পদ্মশ্রী করিমূল হক ও শ্যামাপ্রসাদ দত্তরায়কে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে মানপত্র ও পুস্প স্তবক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন সাংসদ দশরথ তির্কি। কুমারগ্রাম-শামুকতলা প্রেস ক্লাবের সভাপতি সুকুমাররঞ্জন সরকার জানান, ২০১১ সালে এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। এর পরবর্তী সময়ে ক্লাবের পক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন বিজয়া সম্মিলনীর মাধ্যমে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে সংবাদমাধ্যমের কর্মীদের একটা নিবিড় যোগাযোগ স্থাপন করা হল।

ছবি: অরুনাংশু মৈত্র  (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!