ফালাকাটায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের আত্মহত্যা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই অক্টোবর ২০১৮: ভরদুপুরে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু হল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেস বর্মণের (৪০)। ঘটনাটি ঘটেছে ফালাকাটার রাইচেঙ্গায়। দিজেস বাবুর স্ত্রী ফালাকাটা থেকে কেনাকাটা সেরে বাড়ি গিয়ে দেখেন তার স্বামী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ঝুলে রয়েছে, এই দেখে চিৎকার করায় প্রতিবেশীরা এসে নামিয়ে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে স্বামী স্ত্রী দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের একমাত্র নাবালিকা মেয়ে সে সময় বাড়ির উঠোনে খেলছিল। দিজেস বাবুর বাবা মা দেওঘরে বেড়াতে গিয়েছেন। ছেলের মৃত্যুসংবাদ শুনে সেখান থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।