জাগরণী ক্রিকেটে ফাইনালে পৌঁছালো আসানসোলের শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৩রা ফেব্রুয়ারি ২০১৮: সূর্য নগর স্পোর্টস গ্রাউন্ডে আজকে জাগরণী সংঘ দ্বারা আয়োজিত অল বেঙ্গল ডে-নাইট সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে আসানসোলের শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প এবং পাটনার ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার।  শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান করে।  শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্পের হয়ে ভালো ব্যাট করে সুজল গুপ্তা ১০৪ (৫৮) এবং অভিক রায় ৩০ (৩৯)। অন্যদিকে, ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহারের হয়ে ভাল বল করে  যুবরাজ ও নিশান্ত। দুজনেই দুটো করে উইকেট পায়। জবাবে ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার ব্যাট করতে নেমে ২৫ ওভারে ৯ উইকেট হাড়িয়ে ১৫৫ রানে আটকে যায়। ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহারের হয়ে উল্লেখযোগ্য রান করে ঋত্বিক রাজেস (৫৩) এবং রাজীব রঞ্জন (২৪)।শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্পের হয়ে দারুন বল করে সুজল গুপ্তা। সে ৫ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট পায়। ৩৮ রানে আসানসোলের শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প জয় পায় পাটনার ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহারের বিরুদ্ধে। ম্যাচ শেষে শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্পের সুজল গুপ্তাকে তাঁর অল রাউন্ড পারফর্মেন্স এর জন্যে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত করা হয়। আগামীকাল ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের বিজয়ী আসানসোলের শান্তিদেবী ক্রিকেট কোচিং ক্যাম্প ও গতকালের সেমি ফাইনালের বিজয়ী বহরমপুরের এফ.ইউ. ক্রিকেট কোচিং ক্যাম্প।

ছবি ও ইনপুটঃ অনিক দেবনাথ (জাগরণী সংঘ) 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!