মেরামত করার পরেই তুম্বাজোতের শহীদ ক্ষুদিরাম সেতুর অবস্থা বেহাল

ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ২৮শে অগাস্ট, ২০১৮: কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে ছবি চলে আসাতেই শুরু হয় তৎপরতা। এরপরেই যথারীতি কাজ শুরু। শিলিগুড়ি ও মাটিগাড়ার মধ্যে সংযোগস্থাপনকারী এবং তুম্বাজোতের কাছে পঞ্চনই নদীর ওপর অবস্থিত ‘শহীদ ক্ষুদিরাম সেতু’। অতিরিক্ত গাড়ি চলাচল ও বৃষ্টির ফলে সেতুর ওপরের রাস্তার পিচের প্রলেপ উঠে যাওয়ার ফলে বড় বড় গর্ত হয়ে যায়। সেই গর্তে প্রায় দিনেই দুর্ঘটনার কবলে পড়ত যানবাহন ও সাধারণ পথচারী। স্থানীয়দের অনুরোধে সংবাদ মাধ্যমে উঠে আসে এই সমস্যা। এরপর মেরামতের কাজ শুরু হয়। কিন্তু পরিলক্ষিত এই মেরামতের কাজ খুবই নিম্নমানের হয়েছে বলেই স্থানীয়দের মতামত। ফলপ্রসূ সেতুটির মধ্যে পুনরায় গর্ত দর্শনীয়। যে সমস্ত পাথর আর পিচ ব্যাবহার করা হয়েছিল। সেগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে। স্থানীয়দের প্রশাসনের কাছে এই আর্তি যে তারা যেন উপযুক্ত সংস্কার করে সেতুটিকে চলাচলের মতো রূপদান অতি শীঘ্রই দেন। যদিও টি.এন.আই এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত জানতে পাওয়া যায়নি।

ছবিঃ ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!