বিহারে পাচারের আগেই বেআইনি মদ উদ্ধারে ইসলামপুর মহকুমা পুলিশ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৯শে জুন, ২০১৮: পাচারের আগেই বেআইনি মদ উদ্ধার অভিযানে বড়সড় সাফল্য পেল ইসলামপুর মহকুমা পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে হানা দিয়ে গতকাল রাতে তিন লক্ষাধিক মূল্যের বেআইনি মদ সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো চাকুলিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চাকুলিয়া থানার পুলিশ বাংলা-বিহার সীমান্ত এলাকায় রামপুরে গতকাল গভীর রাতে একটি বোলেরো পিক আপ ভ্যানকে আটক করে। ওই ভ্যানে তল্লাশী চালিয়ে ১৪১৬টি রয়াল স্ট্যাগ ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করে পুলিশ। বোতলগুলিকে দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাতে বেআইনি মদ রয়েছে। উদ্ধার হওয়া মদ পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক ও এক ক্যারিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে গোয়ালপোখরের সুভাসপল্লী এলাকার লক্ষণ ওরফে অমিত মন্ডলের বাড়িতে এই বেআইনি মদ তৈরি করা হয়। যদিও সেখানে হানা দিয়ে পুলিশ লক্ষণের কোনও হদিশ পায়নি বা মদ তৈরির কোনও সামগ্রীও পাওয়া যায়নি। সম্ভবত পোর্টেবল সামগ্রীর মাধ্যমে বেআইনি মদ তৈরি করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। এছাড়াও এই বেআইনি মদ বিহারে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পারে পুলিশ। ধৃতরা জানিয়েছে, বিহারের খগাড়িয়ার ঠাটা গ্রামের খগন কুমারের কাছে এই বেআইনি মদ পৌঁছনোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা বলেন, গতকাল রাতে হানা দিয়ে একটি বোলেরো পিক আপ ভ্যান থেকে ১৪১৬ বোতল রয়াল স্ট্যাগ মদ উদ্ধার করা হয়েছে। যেগুলি দেখে বেআইনি মনে হচ্ছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৪৮ হাজার টাকা। আমরা গাড়িটিকে আটক করেছি। ঘটনায় বিহারের চৌথান থানার নওদা গ্রামের রাহুল কুমার ও খগাড়িয়া এলাকার রবি কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে বেআইনি মদ তৈরী ও পাচারের অনেক তথ্য জানা যাবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)