পর্যটন ও বাণিজ্যর উন্নয়নে বীরপাড়া থেকে ভুটান অবদি নতুন রাস্তা

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, আলিপুরদুয়ার ২৯শে ডিসেম্বর ২০১৭: পর্যটন ও বাণিজ্যর উন্নয়নে বীরপাড়া থেকে ভুটান সীমান্ত পর্যন্ত নতুন রাস্তা তৈরি হছে। আমাদের প্রতিবেশী রাষ্ট ভুটানের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি পর্যটনে আরও বেশী জোর দিতে এবার রাজ্য সরকার আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে ভুটান সীমান্ত পর্যন্ত ১৮ কিলোমিটার নতুন রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে। প্রাথমিক ভাবে এই ১৮কিলোমিটার রাস্তার জন্য ১৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পুরো রাস্তাটি হবে ২ লেনের। চলতি মাসেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই নবান্নে জমা পড়েছে এই নতুন রাস্তার ‘ফিজিবিলিটি রিপোর্ট’ এবং ‘ডিটেলড প্রজেক্ট রিপোর্ট’। এই রাস্তায় তিনটি সেতুও তৈরী করতে হবে। একসময় বীরপাড়া অঞ্চলটির মূল অর্থনীতি ছিল চা বাগান। বিগত ২০ বছরে এই জায়গাটি আত্মপ্রকাশ করেছে বাণিজ্য হাব হিসেবে। এখান থেকে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন বাণিজ্য শহরগুলির সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় আন্তরাজ্য ও বৈদেশিক বানিজ্যে ব্যাপক উন্নতি করেছে বীরপাড়া। একদিকে এশিয়ান হাইওয়ে ৪৮এর মাধ্যমে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও অন্য দিকে ভুটানের রাজধানী থিম্পুর সঙ্গে যুক্ত এই শহর। এখানকার সব থেকে বড় রেল স্টেশন হল দলগাঁও। পর্যটন শিল্পতেও উন্নতি করেছে এই শহরটি। এবার আরও বানিজ্যে জোর দিতে সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা তৈরী হচ্ছে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!