মিস্টার এন্ড মিস রাজবংশী ট্যালেন্ট হ্যান্টে সেরার শিরোপা পেল বেলাকোবা ও দার্জিলিং

স্বপন রায় বীর (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ২৯শে ডিসেম্বর ২০১৭: ভারতের ঐতিহাসিক এক ঐতিয্যবহন কারী জনজাতির বিপ্লব ঘটল – মিস্টার এন্ড মিস রাজবংশী ট্যালেন্ট হ্যান্ট ২০১৭ আয়োজিত প্রোগামের মাধ্যমে৷ আয়োজিত এই প্রোগ্রামে উত্তরবঙ্গ, আসাম সহ ভারতের রাজবংশী সমাজের মহিলা ও পুরুষ এই বিশেষ প্রোগ্রামে অংশগ্রুগ্রাম৷ উত্তরপূর্ব ভারতের ইতিহাসে রাজবংশী সমাজ এর অনবদ্য চিত্র আজকের এই প্রোগামটিতে প্রদর্শিত হয়৷ উত্তরবঙ্গ -আসাম সহ বিভিন্ন জায়গা থেকেই ও বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নেয় বহু প্রতিযোগী৷ আয়োজিত এই প্রোগ্রামের কনভেনর শ্রীমতী বিনতা রায় বর্মণ জানান – আগামী দিনের রাজবংশী সমাজে রাজবংশী কৃষ্টি ও সংস্কৃতির তুলে ধরতে আরও এগিয়ে আসবেন৷ এই প্রোগ্রামের সম্পাদক নীরেন রায় এবং সদস্য শ্রী চিন্ময় রায়, শ্রী রাহুল বর্মণ, শ্রী অর্জুন বর্মণ, প্রমূখরা উপস্থিত ছিলেন৷ উপস্থিত ছিলেন শিক্ষা রত্ন প্রাপ্ত শ্রী নগেন্দ্র নাথ রায়৷

উপস্থিত ছিলেন মিস রাজ বংশী আসাম এর স্বপনা বর্মণ৷ এ ছাড়াও  ট্যালেন্ট হ্যান্ট এর শ্রী জর্জ ডেভিড কোচ রায়, শ্রী নিখলেশ রায় প্রমূখ ছিলেন৷ সেরার শিরোপা প্রাপ্ত মিস বাবলি রায় এর বাড়ি জলপাইগুড়ি জেলার বেলাকবার বড়বাড়ি গ্রামে৷ ইংরাজি নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী৷ এর আগে জলপাইগুড়িতে আয়োজিত এক ফ্যাশন সো তে বাবলি অংশগ্রহণ করেন৷ এবারের এই রাজবংশী ট্যালেন্ট হ্যান্ট প্রোগ্রামে প্রথম স্থান অধিকার করেন৷ বাবলি রায় জানান – হাড়িয়ে যাওয়া রাজবংশী সমাজের বিপ্লবে এই নূতূন দিগন্ত এই প্রোগ্রাম৷ আগামী দিনে রাজবংশী সমাজ ফিরে পাবে নূতূন ভাবে তার সয়ংক্রিয় সংস্কার -সংস্কৃতি৷

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!