শিলিগুড়িতে হতে চলেছে এক অভিনব কবি সম্মেলন “কবিতার বন্দিশ”
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ২৯শে অগাস্ট, ২০১৮: আগামী ২রা সেপ্টেম্বর ২০১৮ পবিত্র জন্মাষ্টমীর সন্ধ্যেবেলায় শিলিগুড়িতে হতে চলেছে এক বিশিষ্ট অনুষ্ঠান “কবিতার বন্দিশ”। মূলত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ির দুই তরুণ, কবি সুভান ও আবৃত্তি শিল্পী রিনিক্তা দাশগুপ্তের ব্যবস্থাপনায় এবং বেঙ্গলী থিম রেস্তেরা ‘ইচ্ছেবাড়ির’ সহযোগিতায়। অনুষ্ঠানের স্থান যথারীতি হচ্ছে শিলিগুড়ির সুভাষপল্লীর ‘ইচ্ছেবাড়ির’ সভাঘরে। উদ্যোক্তাদের কথা অনুযায়ী বিশিষ্ট কবিরা তাদের স্বকণ্ঠে কবিতাপাঠ করবেন, পাশাপাশি উত্তরবঙ্গের তথা শহর শিলিগুড়ির নামকরা আবৃত্তিশিল্পীরাও সেই কবিদের কবিতা পরিবেশন করবেন। একথায় কবিতা বন্দিশ হতে চলেছে। সঙ্গে থাকছে বেহালার যথাযোগ্য সঙ্গত এবং সঙ্গীতানুষ্ঠান। এমন এক অভিনব সাহিত্য সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে ইচ্ছেবাড়ি তথা শিলিগুড়ি যেন সাক্ষী হয়ে থাকতে চলেছে এই নতুন আঙ্গিকের অনুষ্ঠানের। উদ্যোক্তাদের মতে “এই অনুষ্ঠান শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে সর্বপ্রথম। সব শেষে বলাই যায়, যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কবি ও আবৃত্তিশিল্পীদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হতে চলেছে নিঃসন্দেহে”।