মাথাভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৯শে নভেম্বর ২০১৮: কোচবিহারের মাথাভাঙ্গা ১ নং ব্লকের নায়ারহাটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল৷ জানা যায় রবিন বর্মণ নামের এই যুবক দীর্ঘদিন থেকে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। বাইরে কাজ করে কিছু টাকা সঞ্চয় করে ইদানীং তিনি একটি দোকান খুলেছিলেন৷ তিনিই তার পরিবারের একমাত্র উপার্জনে সক্ষম ছিলেন৷ জানা গিয়েছে আজ দোকানের উপরে ওঠার সময়ে বিদ্যুৎপৃষ্ট হন রবিন বর্মণ। পরে এলাকাবাসীরা তাকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ৷ মৃত রবিন বর্মণ এর ভাই নবীন বর্মণ জানান – দাদা নতুন দোকানের উপরে জল ঢালতে গিয়েছিলো, সেখানে ইলেকট্রিক তারে হাত লেগে যায়। তখন বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিচে পরে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ,যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)