সরস্বতী বন্দনার প্রস্তুতির আড়ালেই থাকে মৃৎশিল্পীদের হতাশা
অরুনাংশু মৈত্র
রাত পোরোলেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। প্রতিটি বিদ্যালয় সহ বাঙালির ঘরে ঘরে চলছে পুজো প্রস্তুতি। বাজারে গেলে দেখা যাচ্ছে মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা বিক্রি করা নিয়ে। বিগত কয়েকদিন ধরে প্রতিটি কুমোরটুলিতে প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে ব্যাস্ততা ছিল তুঙ্গে। প্রতিমা শিল্পীরা প্রতিমা নিয়ে বাজারে হাজির কিছু মুনাফার আশায়। কিন্তু প্রতিমশিল্পীদের মুখভার, কারণ হিসেবে তারা দায়ী করেছেন মূল্যবৃদ্ধি ও জিএসটি কে। প্রতিনিয়ত জিনিষপত্রের দাম উর্ধমুখী হবার দরুন প্রতিমা নির্মাণের খরচ বেড়েই চলছে একটু একটু করে। মৃৎশিল্পীরা নিজে মুখেই স্বীকার করছেন প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে নির্মাণ খরচের সাথে সামঞ্জস্য রেখে সঠিক দাম পাওয়া ও চাওয়া খুব মুশকিল হয়ে পড়ছে। ফলে মুনাফা যা হয় তা যৎসামান্য। ফলে বাঙালির ঘরে ঘরে সবাই সরস্বতী বন্দনার প্রস্তুতি শুরু করলেও হাসি ফোটে না প্রতিমা শিল্পের সাথে যুক্ত কারিগরদের মুখে। ফলে মৃৎশিল্পীরা সবাই হতাশাগ্রস্ত। তাদের কথা অনুযায়ি প্রতিবছর মুনাফার পরিমান কমে আসছে, কিন্তু খরচ ক্রমেই বেড়েই চলছে। ফলে এই শিল্পের সাথে যুক্ত মানুষেরা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এর ফলে এই পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম। খাটনি ও খরচ অনুপাতে লাভ নেই এই পেশায়। এদের দাবি সরকার এগিয়ে আসুক।