ধর্মের উর্ধ্বে গণপতি, প্রমাণ করল শিলিগুড়ি

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই সেপ্টেম্বর, ২০১৮: মারাঠা কেশরী ছত্রপতি শিবাজী তাঁর ‘নিজরাজ্যে’ শুরু করেছিলেন গণপতি উৎসব। পরে তাকেই সার্বজনীন রূপ দান করেন লোকমান্য তিলক। এই উৎসবের পিছনে হিন্দুত্বের একটা প্রচ্ছন্ন উপস্থিতিকে দেখেছেন অনেক ইতিহাসবিদ। মারাঠা জাতীয়তাবাদের জারণে মূর্তি উপাসনার এই সংযুক্তিকে অন্য ভাবে ব্যাখ্যা করা কঠিন। কিন্তু কালে কালে গণপতি উৎসব তাঁর মার্কামারা ‘হিন্দু’ আবরণ থেকে যে বেরিয়ে এসে আজ সত্যিই এক সার্বিক ও সার্বজনীন চেহারার আকাশে ভাস্বর হয়েছে।

মহারাষ্ট্রের বক্রতুন্ড মহাকায় যে আজ শুধুই মারাঠাদের জায়গীর না, তা আজ গোটা ভারতবর্ষ প্রমাণ করে দিল। ভারতের প্রতিটি রাজ‍্যে প্রায় মহাড়ম্বরে আরাধনা করা হচ্ছে সর্বাগ্রে পূজাধিকারীর।

পশ্চিমবঙ্গেও বেশ আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হয়েছে গনেশ পূজোর। আমার আপনার প্রাণের শহর শিলিগুড়ি, এই দৌঁড়েও কিন্তু পিছিয়ে নেই। বরং বেশ কোমড়ে কাপড় বেঁধেই নেমেছে। সে কলেজপাড়ার লম্বদর‌‌‌ হোক আর গুরুংবস্তির একদন্ত। সবাই সেরার সেরা। গনেশ পূজোকে কেন্দ্র করে শহরের বুকে সাধারণ মানুষের যে উল্লাস এবং ঢল দেখতে পাওয়া যাচ্ছে তা নজর কারার মতো। তবে বলাবাহুল্য, গণপতি কিন্তু বাঙালীদের মনে করিয়ে দিলেন, “তৈরি হও, মা আসছেন।”

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!