শ্যামা পূজার রাতে ফালাকাটায় ২২ জুয়াড়ি গ্রেফতার
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই অক্টোবর ২০১৮: শ্যামা পূজার রাতে ফালাকাটার বিভিন্ন এলাকায় হানা দিয়ে জুয়ার বোর্ড থেকে মোট ১৭৫১০ টাকা সহ ২২ জনকে গ্রেফতার করল ফালাকাটা থানার পুলিশ। জানা গিয়েছে ফালাকাটা’র বিভিন্ন এলাকায় জুয়ার বোর্ডে হানা দিয়ে বড়োডোবার বিদ্যুৎ বিশ্বাস, সুনীল মন্ডল, আনন্দ মোহান্তি; নীপেন মিত্র কলোনির মদন সরকার, অনন্ত সরকার, মফিজল হক, আব্দুল রহমান, সম্রাট মোহান্ত, গোপাল সন্ন্যাসী, সমীর সূত্রধর, নরেন মজুমদার; বিবেকানন্দ পল্লীর নন্দন সরকার, সরোজ দে; রাইচেঙ্গlর হরিমোহন দাস, ভানু বিশ্বাস এবং দুলালদোকান এলাকার শঙ্কর ঘোষ, সুরেন সাহু, বিশ্বজিত সাহা, হিমাংশু বর্মণ সহ মোট ২২ জন কে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটা থানার পুলিশ আধিকারিক সৌম্যজিত রায় জানান, ফালাকাটার মসল্লা পট্টির বাপন সাহা, অমিত পাল ও অরিন্দম সরকার এই তিন জনের নামে ‘10 of WBG & PC ACT এ’ জামিন যোগ্য ধারায় এবং অন্যান্য সকল ধৃতদের ‘৩/৪ WBG & PC ACT এ’ জামিন অযোগ্য ধারায় ও মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।