জলপাইগুড়িতে হোমের আবাসিকদের ভাইফোঁটা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১০ই নভেম্বর ২০১৮: ‘স্পন্দন’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি কোরক হোমের আবাসিকদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হল। হোমের প্রায় দেড়শ জন আবাসিকদের ভাইফোঁটার পাশাপাশি মাছ-মাংস-মিষ্টি-চাটনি সহযোগে পেট পুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুকল্যান দেব, অঞ্জন ঘোষ, সুরজিত দেব বর্মণ বলেন বিগত ১৬ বছর ধরে নিয়মিত ভাবে তারা এই সরকারি হোমের আবাসিকদের জন্য ভাইফোঁটার আয়োজন করে চলেছেন। শহরে বসবাসকারী অনেকে এই অনুষ্ঠান আয়োজনে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলেন সুকল্যান বাবু জানান।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)
Facebook Comments