টাকা ছিনতাই সহ দামী গাড়ি চুরিকে কেন্দ্র করে আতঙ্ক মেখলীগঞ্জের চ্যাংরাবান্ধায়
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১২ই মার্চ ২০১৮: গত কয়েক দিন আগেই বড় ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও ফের একটা দামী গাড়ি চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেখলীগঞ্জের ভারত-বাংলাদেশ এর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্দায়৷ মেখলীগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে গত ৮ই মার্চ চাঙ্গারাবান্ধার বাণিজ্য কেন্দ্রের বিক্রম নামে এক বড় মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই হয়। অভিনব ফিল্মি কায়দায় চোঁখে লংকার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় রেশকাটতে না কাটতেই ফের এক দামী গাড়ি চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। টাকা ছিনতাই সহ দামি গাড়ি চুড়িতে আতঙ্ক রয়েছে ব্যাবসায়ী মহলে। আজ ওই দামী গাড়ি চুরির অভিযোগ জমা পরে মেখলীগঞ্জ থানায়। যদিও পুলিশ গতকাল অর্থাৎ রবিবার থেকেই তদন্তে নেমেছে৷ জানা যায়, এক চাল ব্যাবসায়ী শ্রী সন্তোস কানুর গাড়ি চুরি হয়, গাড়ির নাম্বার প্লেট হল WB 74- AF 1211৷ প্রাথমিক ভাবে মেখলীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ছুটে আসে। ফের দামী গাড়ির চুরির খবর পেয়ে ছুটে আসেন মেখলীগঞ্জ থানার ওসি শ্রী অজিতকুমার সাহ এবং এস.ডি.পি ও শ্রী অভিষেক রায়। এস.ডি.পি অভিষেক বাবু জানান “আমরা সব রকম ভাবে তৈরি, দুষ্কৃতিদের তল্লাশি চলছে, পুলিশ এর কড়া টহলদারি করা হয় এবং চিরুনি তল্লাশি অভিযানও চলছে”।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)