চ্যাংরাবান্দা সীমান্ত অঞ্চলের স্কুলগুলোতে বি.এস.এফ এর খেলা ও পড়াশোনার সামগ্রী বিতরণ

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১০ই মার্চ ২০১৮: কুচবিহার জেলার প্রত্যান্ত গ্রাম মেখলীগঞ্জ ব্লক, এই ব্লকের অধিকাংশ ভাগই ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা। গ্রামের সীমান্ত এলাকার স্কুল পড়ুয়ারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করতে পারে এর জন্যে বি.এস.এফ এর তরফ থেকে কমপিউটার, ল্যাপটপ, খেলার সামগ্রী যেমন ভলিবল, ভলিবল খেলার নেট, ক্যারাম বোর্ড, ব্যাডমিন্টন র‍্যাকেট, ব্যাডমিন্টন নেট, শাটল কক  হ্যান্ডবল ইত্যাদি প্রদান করেন মোট ছয়টি বিদ্যালয়ে। এই সিভিল অ্যাকশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ১৫০ বছর পুরানো বিদ্যালয় চ্যাংরাবান্ধা জুনিয়ার ব্যাসিক স্কুলে। এই অনুষ্ঠানটি ৬১ নং ব্যাটালিয়ন এর তরফ থেকে আয়োজন করা হয়। চ্যাংরাবান্ধা জুনিয়ার বেসিক স্কুলে মোট ছয়টি কমপিটার ল্যাব উদ্ভোধন করেন বি.এস.এফ এর ৬১ নং ব্যাটালিয়ন এর তরফ থেকে উদ্ভোধন করেন জলপাইগুড়ি সেক্টরের ডি.আই.জি শ্রী বি.এস পাটিয়াল। ওনার সাথে ছিলেন ৬১ নং কোমানন্ডেন্ট সি সাং সুং। অন্যদিকে ডি.আই.জি শ্রী বি.এস পাটিয়াল জানান, আগামী দিন সীমান্তবর্তী যে সব স্কুল আছে সব স্কুলকে বি.এস.এফ এই সামগ্রী বিতরন করবে।

ডি.আই.জি সাহেবের হাত দিয়ে আজ মোট ছয়টি স্কুলকে উল্লেখিত সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে হে চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যেমিক বিদ্যালয়, চ্যাংরাবান্ধা বালিকা বিদ্যালয়, বি.এস বারি মিডল স্কুল, পানিশালা প্রাথমিক বিদ্যালয়, চ্যাংরাবান্ধা জুনিয়র ব্যাসিক স্কুল ও হেমকুমারি প্রাথমিক বিদ্যালয়। এই ছয়টি বিদ্যালয় এর পড়াশুনার কমপিউটার ও খেলার সামগ্রী সরঞ্জামে মোট চার লক্ষ পাচ হাজার দুই শত সায়ত্রিশ টাকা খরচ হয় বলে বি.এস.এফ সুত্রে খবর। চ্যাংরাবান্ধা জুনিয়ার বেসিক স্কুলের সার্ধশতবর্ষের কথা জানতে পেরে ডি.আই.জি শ্রী বি.এস পাটিয়াল ভীষণ ভাবে খুশী হন এবং গর্ব অনুভব করেন। সার্ধশতবর্ষের অনুষ্ঠানের কথা তুলে ধরেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাকির হুসেন আমেদ (লেবু) এবং তার হাতে বিদ্যালয়ের স্মরনিকা স্মৃতিকণা পত্রিকা তুলে দেন বিদ্যালয় এর শিক্ষিকা ও শিখকেরা। তারা হলেন শ্রীমতী পপি রায়, শ্রীমতী দেবলীনা ভৌমিক, শ্রী সুর্নিমল গুহ, শ্রী সত্যেজীৎ রায়, শ্রীমতী বেবী শীল ও শ্রী রানা ছেত্রী। বি.এস.এফে এই ধরনের অনুষ্ঠানে সীমান্তবাসীরা ভীষণ ভাবে খুশি এবং প্রোগ্রাম কে সার্থক করতে ছুটে আসেন ভোটবারি গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান শ্রী দধিরাম রায়, মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র, বিদ্যালয় এর পরিচালন সমিতির সভাপতি তথা চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত সদস্যে  শ্রী সুব্রত দাস, গ্রাম পঞ্চায়েত সদস্যা শ্রীমতী অসীমা নন্দি শ্রী শংকর মজুমদার সহ অনেকই।

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!