আলিপুরদুয়ার জেলায় পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১১ই জানুয়ারি ২০১৮: বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্য পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিন আলিপুরদুয়ার শহরের বি.এম ক্লাব ময়দান থেকে প্যারেড গ্রাউন্ড ময়দান পর্যন্ত পদযাত্রা করা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ সহ জেলার অন্য আধিকারিক গণ। এছাড়াও শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পদযাত্রায় অংশ নেন। এই পদযাত্রা থেকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আবেদন জানানো হয়। এই উপলক্ষে জেলার প্রতিটি থানাতেই মানুষকে সচেতন করা হবে। জেলা পুলিশ সূত্রে খবর, ১১-১৭ জানুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)