৬০ বছরের চাকরির নিশ্চয়তা ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে ফালাকাটার বৃত্তিমূলক শিক্ষকরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৮শে অগাস্ট, ২০২০: ৬০ বছর কাজের নিশ্চয়তা এবং সাম্মানিক বৃদ্ধির দাবি নিয়ে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল জলপাইগুড়ি এবং ফালাকাটার বৃত্তিমূলক শিক্ষকরা। এদিন জলপাইগুড়ি ও ফালাকাটার বৃত্তিমূলক শিক্ষকরা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এর বাড়ি গিয়ে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বৃত্তিমূলক শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় ৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শিক্ষকদের জন্য কিছু একটা ঘোষণা করবেন তার মধ্যে বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা এটা যেন থাকে সেই আশাতেই এই স্মারকলিপি বলে তারা জানান। মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান আপনাদের এই চিঠিটি আমি যথাস্থানে পৌঁছে দেবার ব্যবস্থা করব।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)