ময়নাগুড়িতে পশ্চিমবঙ্গের সরকার কে ‘জগাই মাধাইদের সরকার’ বলে কটাক্ষ মোদীর

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ৮ই ফেব্রুয়ারি, ২০১৯: সকল থেকে বৃষ্টির ভ্রুকুটির মাঝে একবার মনে হয়েছিল হয়ত মাঠে তেমন জন সমাগম নাও হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বন্ধ হওয়ার ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে জনসভা মাঠে থিকথিক করা ভির লক্ষ্য করা যায়। হেলিকপ্টারে করে যখন প্রধানমন্ত্রী মোদী চূড়াভাণ্ডারে জনসভা মাঠে নামে তখন মাঠ একেবারে পরিপূর্ণ। এই মাঠে আজ নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটফান্ড ইশুতে একের পরে এক আক্রমণ করে গেলেন। তাঁর অভিযোগে বাদ যায়নি সিণ্ডিকেটরাজ, তুষ্টিকরনের রাজনীতি, তোলাবাজি থেকে তিন তালাক প্রসঙ্গ। এমনকি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের দুর্দশার জন্যে মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিধতে ছারেননি। মুখ্যমন্ত্রী ধরনায় বসা কে নিয়েও কটাক্ষ করেন মোদী। এছারাও তিনি হুঁশিয়ারি দেন “চিটফান্ডের শিকার প্রতিটি পরিবারকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের টাকা যাঁরা লুট করেছেন তাঁদের মোদি কখনও সফল হতে দেবে না। চিটফান্ডের কাউকে ছাড়বে না চৌকিদার।” এবার দেখা যাক তৃনমূল শিবির মোদীর অভিযোগকে কি ভাবে প্রত্যুত্তর দেয়।

ছবি ও ভিডিও: ভারতীয় জনতা পার্টি

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!