রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ও বিবিডি মোড়ে তৈরি হবে নতুন ওভারব্রীজ

পার্থ চাটার্জি (টী.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই রায়গঞ্জ ২০শে মার্চ ২০১৮: রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা পৌর বাসস্ট্যান্ড থেকে বিবিডি মোড় পর্যন্ত যানজট রুখতে ও মানুষের ভোগান্তি দূর করতে রাজ্য পরিবহন দপ্তর তৈরি করবে ওভারব্রিজ। ওভার ব্রীজ দিয়ে শুধু পথচারীরাই নয় ছোট মাপের হালকা যানবাহন চলাচল করতে পারবে। ওভার ব্রীজ নির্মাণের জন্য পরিবহনমন্ত্রীর কাছ থেকে অনুমোদন মিলেছে বলেন জানিয়েছেন ইটাহারের বিধায়ক শ্রী অমল আচার্য। তিনি বলেন, রায়গঞ্জ তথা জেলাবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে পরিবহনমন্ত্রীর কাছে পৌর বাসস্ট্যান্ড এলাকায় একটি ওভার ব্রীজ নির্মাণের জন্য দাবি জানানো হয়েছিল। তিনি সেই আবেদন মঞ্জুর করেছেন। ওভারব্রীজ নির্মাণ হলে শহর অনেকটাই যানজট মুক্ত হবে। তিনি আরও বলেন, এজন্য কোন অর্থের সমস্যা হবে না বলে মন্ত্রী জানিয়েছেন। ওভারব্রীজ নির্মাণের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অমলবাবু জানিয়েছেন। রায়গঞ্জ শহরের ব্যস্ততম পৌর বাসস্ট্যান্ড এলাকা সকাল থেকে রাত পর‌্যন্ত যানজট লেগেই থাকে। রেলগেট থাকার ফলে মানুষের ভোগান্তি আরও বেশি। রেল গেট থাকার পাশাপাশি রয়েছে বেসরকারি বাসস্ট্যান্ড।

উত্তর ও দক্ষিণ দিক থেকে বেসরকারি বাসের পাশাপাশি আশা যাওয়া করে সরকারি বাস, টোটো, ম্যাক্সি-ট্যাক্সি সহ অসংখ্য যানবাহন। শহরের রাস্তাঘাট স্বল্প প্রশস্থ হওয়ায় মাঝে মধ্যেই যানজট লেগেই থাকে। রাস্তার দু-ধারে অবৈধভাবে পার্কিং এবং ফুটপাত দখল হয়ে যাওয়ার ফলে পথচারীদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অফিস সময় এবং সন্ধ্যা বেলায় পৌর বাসস্ট্যান্ড এলাকা যানজটে এতটাই আবদ্ধ হয়ে পড়ে যে, রেল গেট পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সমস্যায় পড়তে হয় মুমুর্ষু রোগীদের এবং পড়ুয়াদের। ওভারব্রীজ নির্মাণ হলে যানজটের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন শহরবাসী। রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, এই বিষয়ে বিধায়ক শ্রী অমল আচার্য। এবং পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যা জানানোর জানাবে।

ছবিঃ পার্থ চাটার্জি (টি.এন.আই)

 

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!