জামালদহে অস্যাভাবিক মৃত্যু অন্তসত্ত্বা গৃহবধূর, ভোটের জন্যে ধির গতি ময়নাতদন্তে

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ১৬ই মে, ২০১৮: ফের পনের দাবিতে শারীরিক এবং মানসিক  অত্যাচার, শেষে দাবি না মেটায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিলো স্বামী৷ ঘটনা মেখলীগঞ্জের জামালদহ অঞ্চলের দুই গ্রাম ১৯১ জামালদহ এবং থেলপুরমোর এলাকার৷ আজ সন্ধ্যার দিকে অভিযোগ দায়ের হয় মেখলীগঞ্জ থানায়৷ মৃত গৃহবধূর নাম বাবলি রায়, অভিযুক্ত স্বামীর নাম বিশ্বজিৎ রায়৷ মেয়ের পরিবারের করা অভিযোগ অনুযায়ী – ১৪ মাস আগে বিয়ে হয় দুজনের, বিয়ের সময় পণ দিতে পারেননি মেয়ের পরিবার, এরপর লাগাতার চলত বাবলির ওপর অত্যাচার, শারীরিক এবং মানসিক ভাবে চলত অত্যাচার, এমনকি শশুর বাড়ি থেকে টাকা না মেলায় না খেয়ে রাখা হত অন্তঃসত্ত্বা বাবলি কে৷ মেয়ের মায়ের অভিযোগ – “মেরে ফেলেছে মেয়েকে, মেয়েকে জোর মেরে ফাঁসি লাগিয়েছে, না হলে আমার মেয়ে ওই রকম করত না”৷ অন্যদিকে, অভিযুক্তদের গ্রেপ্তার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে৷ তবে, অভিযুক্ত পরিবারের দাবি “নিজেই আত্মহত্যা করেছে বাবলি”। সব মিলায়ে বাবলি পেটের সন্তান কে সাথে নিয়ে নিজেই ফাসি দিলো না তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে? তদন্তে মেখলীগঞ্জ থানার পুলিশ৷ অন্যদিকে, পুলিশ সুত্রে দাবী, পঞ্চায়েত ভোট থাকায় দেহটির এখনও পর্যন্ত ময়নাতদন্তে রিপোর্ট পায়নি পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান “কিছুটা শারীরিক নির্যাতন, বিশেষ করে গলার পাশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত রিপোর্ট না মেলায় কিছু বলতে পাচ্ছে না পুলিশ।

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!