আজ থেকে শুরু হল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফার্স্ট এবং সুপার ডিভিশন ফুটবল
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৫ই মে, ২০১৮: আজ থেকে বিকাল ০৩:৩০ থেকে শুরু হল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের দ্বারা পরিচালিত ফার্স্ট ডিভিশন ক্লাব ফুটবল লীগ ও সুপার ডিভিশন ক্লাব ফুটবল লীগ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। এর আগে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য দেন এস.এম.কে.পির চেয়ারম্যান শ্রী অরুপরতন ঘোষ। তিনি আরও জানান যে চ্যাম্পিয়ন দলের জন্যে সমীরবিন্দু ধর উইনার্স ট্রফি এবং সাথে থাকছে ২০০০০ টাকা পুরষ্কার। এছারাও থাকছে রানার্স এবং তৃতীয় স্থানের জন্যে ট্রফি ও যথাক্রমে ১৫০০০ টাকা ও ১০০০০ টাকা পুরষ্কার। তাছারাও থাকছে চতুর্থ স্থানের জন্যেও থাকছে ৫০০০ টাকা পুরষ্কার। সুপার ডিভিশন লীগে থাকছে ৯টা টিম ও ফার্স্ট ডিভিশন ফুটবলে থাকছে ১৩টা টিম নিয়ে। সুপার ডিভিশনে সব মিলিয়ে ৩৪টা খেলা হবে। তবে ফার্স্ট ডিভিশনে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। তিনি আরও জানান যে খেলার স্থান হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন, সূর্যনগর ফুটবল গ্রাউন্ড এবং চান্দমনি ক্রিকেট গ্রাউন্ড। এছারাও থাকছে দর্শকদের জন্যে ফটোগ্রাফি প্রতিযোগিতা, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেস্ট ফটোগ্রাফার বাছা হবে।
ছবিঃ সংবাদ চিত্র