শিক্ষক দিবসে শিলিগুড়ি সদর হাসপাতালে ওয়েবকুপা দ্বারা খাদ্যদ্রব্য বিতরণ
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: গত সেপ্টেম্বর ৫, বুধবার, শিক্ষক দিবসের দিনে, সকাল ৯টায় ওয়েবকুপার পক্ষ থেকে শিলিগুড়ি সদর হাসপাতালের অসুস্থ রুগীদের মাঝে ফল, মিষ্টি, ডিম, দুধ বিতরণ করা হয়। সন্ধ্যায় শিলিগুড়ি মহাবিদ্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী অধ্যাপক-অধ্যাপিকাদের সন্মাননা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেজিটিএম এর প্রিন্সিপাল ডঃ শুভাশীষ মিত্র। এদিন অনুষ্ঠানে যাদের উপস্থিতি ছিল লক্ষনীয় তাঁরা হলেন ডঃ সুজিত ঘোষ, অধ্যক্ষ, শিলিগুড়ি মহাবিদ্যালয়; ডঃ শুভাশীষ মিত্র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিপদ ঘোষ মহাবিদ্যালয়; ডঃ সুব্রত দেবনাথ, শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়; ডঃ দিলীপ দাস, মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন নানান মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। এই কর্মযজ্ঞের কান্ডারী হিসেবে তদারকি করেছেন শ্রী জয়ন্ত কর মহাশয় এবং তিনি টি.এন.আই কে জানান, তাঁরা সদূর ভবিষ্যতেও এইরকম সেবামূলক কর্মসূচি আরও শহরের বুকে গ্রহণ করবেন।
ছবিঃ ওয়েবকুপা