বিশ্ব বধিরতা সপ্তাহ পালন করা হলো খগেনহাটে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭শে সেপ্টেম্বর, ২০২০: শনিবার বিশ্ব বধিরতা সপ্তাহ পালন করা হলো ফালাকাটার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অফিসে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিপিএসসি এর চেয়ারম্যান শ্রীমতী গার্গী নার্জিনারি সংগঠনের সম্পাদক সম্পাদক শ্রী লক্ষীকান্ত রায়, সভাপতি শ্রী বিপ্লব সরকার, ফালাকাটা, মাদারিহাট, আলিপুরদুয়ার ১ নং ব্লকের বধির শিশু এবং তাদের বাবা-মায়েরা। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক এর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা গণ। এদিন প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাঁর ছবিতে পুষ্প প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ার ডিপিএসসির চেয়ারম্যান শ্রীমতী গার্গী নার্জিনারি কে স্মারকলিপি প্রদান করা হয় এবং বধির শিশুর আঁকা একটি ছবি প্রদান করা হয়। আলিপুরদুয়ার জেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। কোভিড নাইনটিন প্যানডেমিক সিচুয়েশনে কিভাবে বধির শিশুদের এডুকেশন সাপোর্ট দেওয়া হচ্ছে সে বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রেজেন্ট করা হয়। অনুষ্ঠানে বধির ছাত্র-ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন এবং করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক মূকাভিনয় পরিবেশন করেন। আলিপুরদুয়ার জেলার ডিপিএস এর চেয়ারম্যান শ্রীমতী গার্গী নার্জিনারি বলেন আমি খুবই অভিভূত খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকান্ড দেখে তার সাথে সাথে বধির শিশুদের এত সুন্দর উন্নতি দেখে। তিনি ভবিষ্যতে যে কোনো রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে যদি কোন রকমের সহযোগিতার প্রয়োজন হয় আমি পাশে থাকার চেষ্টা করব।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!