পুরোহিত ভাতা এবার বাড়িয়ে ৩০০০ করার দাবী রায়গঞ্জে

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৭শে সেপ্টেম্বর, ২০২০: রাজ্য সরকারের কাছে এবার পুরোহিতদের দাবী ৩০০০ টাকা করে প্রতি মাসে। এই দাবিতে রায়গঞ্জের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলো বিপ্রসমাজ কল্যাণ সমিতি। এদিন রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিপ্রসমাজ কল্যাণ সমিতির দাবি, রাজ্য সরকার পুরোহিতদের যে টাকা দিচ্ছে তা এক প্রকার ভিক্ষার ছাড়া কিছুই নয়। তাদের বক্তব্য যে ইমাম ভাতা হিসেবে যদি একই ২৫০০ টাকা করে দিতে পারে তবে পুরোহিতদেরও তিন হাজার টাকা দিতে হবে। হিন্দুদের প্রতি রাজ্য সরকারের এই অবহেলা তারা মানবে না বলে সাফ জানিয়ে দেন। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিপ্রসমাজ কল্যাণ সমিতির সদস্য তথা বিজেপির জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ লাহিড়ী। সংবাদ মাধ্যম কে তিনি জানান, “পুরোহিতদের এক হাজার টাকা ভাতা একপ্রকার লালিপোপ দেওয়ার মত।এটা আমরা মানবো না। পুরোহিতদের অবিলম্বে তিন হাজার টাকা ভাতা দিতে হবে। এছাড়া পুরোহিতের ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য সংস্কৃত স্কুলের ব্যবস্থা নেই। রাজ্য সরকার সংস্কৃত স্কুল তুলে দিয়েছে। বিপ্রসমাজের আন্দোলনের জেরে সরকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, তবে এক হাজার টাকা দিলে চলবে না। ইমাম ভাতা যদি আড়াই হাজার টাকা সরকার দেয় তবে পুরোহিতদের  তিন হাজার টাকা দিয়ে প্রাপ্য সন্মান দিতে হবে”। তিনি পুরোহিতদের তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান কেও কটাক্ষ করেন।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!