রাজ্য স্থরিও ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য ফালাকাটা ইনডোর স্টেডিয়াম পরিদর্শন

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৩ই জানুয়ারি ২০১৮: রাজ্য ক্রীড়া পরিষদের উদ্যোগে রাজ্য স্থরিও ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য শুক্রবার ফালাকাটা ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করে গেলেন বেঙ্গল ওলেম্পীক এসোসিয়েশন এর সভপতি শ্রী অজিত ব্যানার্জি, বেঙ্গল ওলেম্পীক এসোসিয়েশন এরসাধারণ সম্পদক শ্রী স্বপন ব্যানার্জি, বেঙ্গল ওলেম্পীক এসোসিয়েশন এর সহ সভপতি শ্রী রামানুজ মুখার্জী, বেঙ্গল ওলেম্পীক এসোসিয়েশন এর যুগ্ম সম্পদক শ্রী রুপেস কর সঙ্গে ছিলেন ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, ফালাকাটা টাউন ক্লাবের সভপতি শ্রী রণেশ তালুকদার প্রমুখ। ফালাকাটা ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করে বলে গেলেন এখনকার পরিবেশ ও পরিকাঠামো খুবই ভালো ব্যবস্থা। কিন্তু এই স্টেডিয়াম উডেন কোট নয়। রাজ্য ও জাতীয় স্থরিও ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার জন্য উডেন কোট অত্যাবশ্যক। এর জন্য এখানে এই প্রতিযোগিতা সংগঠিত করান সম্ভব নয়। এখানে উডেন কোট তৈরি করুন আমরা আগামি বছর অবশ্যই ফালাকাটায় খেলা অনুষ্ঠিত হবে। তবে অন্য খেলা করানোর জন্য প্রস্তাব অবশ্যই রাখব। ফালাকাটার নাম ক্রীড়া জগতে উজ্জ্বল। ফালাকাটা থেকে ব্যাডমিন্টন থেকে শুরু করে বিভিন্ন খেলায় রাজ্য ও জাতীয় স্তরে সুনাম অর্জন করেছে, তাদের আন্তরিক অভিনন্দন। শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার ফালাকাটায় খেলাধুলার জন্য পরিকাঠামো আর উন্নত করার প্রস্তাব রয়েছে তা দ্রুত বাস্তবায়িত হতে চলেছে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!