মেখলীগঞ্জ নেতাজি পিটিটিআই কলেজে গেট আতকে পড়ুয়াদের বিক্ষোভ

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ২৮শে মে, ২০১৮: গতকাল দিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মেখলীগঞ্জের নেতাজি পিটিটিআই কলেজের মূল গেট তালা লাগিয়ে দেয়। একই সাথে ভিতরে থাকা ক্লাস রুমের শিক্ষক এবং বাকি ছাত্রছাত্রীদের আটকে রেখে দিন ভর বিক্ষোভ দেখান ৩২জন পড়ুয়া৷ একাধিকবার ছাত্র ভর্তি সহ বাতিল রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে এই কলেজের বিরুদ্ধে৷ এবার ফের বিক্ষোভের মুখে কলেজ কুচবিহারের মেখলীগঞ্জ নেতাজি পিটিটিআই কলেজ৷ সূত্রে খবর, চলতি বর্ষে এই কলেজের দিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে মোট ৩২ জনের এখনও রেজিস্ট্রেশন হয়নি। এর প্রতিবাদে তারা গতকাল ভেত্রের প্রবেশ পথে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান৷ একই সাথে তারা কলেজের বাইরের প্রবেশ করার মূল গেটটিও বন্ধ করে দেন। এর ফলে কলেজের ভিতরে আটকে থাকেন প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এবং দূরশিক্ষা মোডে পাঠরত ছাত্রছাত্রীরা৷ একদিকে কলেজের ভিতরে তালাবন্দী হয় সব পড়ুয়া এবং টিচাররা, অন্যদিকে, মুল গেট বন্ধ করে দেওয়ায় ভেতরে যেতে পারেনি কাউ। এমনকি পুলিশ এবং সাংবাদিকদের কলেজের ভেতরে যেতে বাধা দেন বিক্ষোভকারীরা৷ প্রায় তিন ঘন্টা বিক্ষোভকারীরা কলেজের মূল গেট সহ ভেতরের সব গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভকারীদের অভিযোগ “কিছু দিন পরে তাঁদের দিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বাকিদের রেজিস্ট্রেশন করে দিলেও তাঁদের ৩২ জনের দিচ্ছে না, তাই তারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন”, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা জানান “যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি বা রেজিস্টেশন বিষয়ে চূড়ান্ত সিধান্ত কলেজ কর্তৃপক্ষ নেবে না ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে” অন্যদিকে, এই প্রসঙ্গে এ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ মুখ কুলুপ এটেছে৷ এরপর ঘটনাস্থলে মেখলীগঞ্জ থানার পুলিশ এসে পৌছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, পুলিশ এলেও ছাত্রছাত্রীদের বিক্ষোভ জারি থাকে।

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!