বানারহাটে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৩রা মার্চ ২০১৯: রবিবার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের কর্তৃপক্ষ ও বনদফতরের সহযোগিতায় বাসিন্দারা বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন করা হল। চা বাগানের আলে বস্তিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব, বন্য জন্তুদের সাথে সংঘাত এড়ানোর কৌশল এবং বন্যপ্রাণীর দ্বারা বাসিন্দারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হলে তারা ক্ষতিপূরণ সহ যে সহায়তা গুলি পেতে পারেন সেই বিষয় গুলি বাসিন্দাদের সামনে তুলে ধরেন। চা বাগানের সিনিয়র ওয়েলফেয়ার ম্যানেজার সুদীপ্ত কুমার দাস বলেন চিতাবাঘ, হাতি, বাইসন এর আনাগোনা সারাবছরই চা বাগানে লেগে থাকে। ফলে বন্য জন্তুদের সাথে সংঘাত এড়ানো ও বনদফতরের সাথে বাসিন্দারা সমন্বয় গড়ে তুলতেই পরিবেশ দিবসে এই অনুষ্ঠানের আয়োজন। চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে বনদফতরের আধিকারিকদের কাছে জঙ্গল লাগোয়া এলাকায় নজর মিনার নির্মানের দাবী জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বনদফতরের বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের আধিকারিক ও কর্মীরাও অংশ নেন।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)