ইসলামপুর বাইপাস ইস্যুতে যৌথ মঞ্চ গড়ে আন্দোলনের প্রস্তুতি

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া ১২ই ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর বাইপাস ইস্যুতে পশ্চিমবঙ্গ প্রদেশিক কৃষক সভা উত্তর দিনাজপুর জেলা কমিটি আয়োজিত কনভেনশন রবিবার স্থানীয় সুরজসেন মঞ্চে অনুষ্ঠিত হলো। এদিনের কনভেনশনে আগামী দিনের ইসলামপুর বাইপাসে জমিদাতা কৃষকদের জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে যৌথ মঞ্চ গড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন এই মর্মে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছারাও এদিনের কনভেনশনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বদের পাশাপাশি ইসলামপুরের গন সংগঠন ও বাইপাসে ক্ষতিগ্রস্ত ক্রস্কদের একাংশ হাজির ছিলেন। পশ্চিমবঙ্গ প্রদেশিক কৃষক সভা উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক শ্রী সুরজিত কর্মকার বলেন “বিভিন্ন রাজনৈতিক দল ও গন সংগঠন মিলে একটি যৌথ মঞ্চ গঠন করা হয়েছে। আগামী দিনে মহকুমা প্রশাসনকে ডেপুটেশনের পাশাপাশি পরিস্থিতির ওপর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে”।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!