এবার শহরে বেপারোয়া টোটোর শিকার হলেন শিলিগুড়ির সাংবাদিক, গুরুতর ভাবে আহত

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি, ১৩ই ডিসেম্বর ২০১৭: আবার আরও এক বেপারোয়া টোটোর দৌরাত্ন্য দেখল শহর শিলিগুড়ি। এবার টোটোর দৌরাত্ন্যের শিকার হলেন এ.এন.আই এর সাংবাদিক শ্রী তারক সরকার। সকালে যখন তারক বাবু বের হন কাজে তার বাইকে করে। শিলিগুড়ি জেলা হাসপাতালের ঠিক সামনেই একটি বেপারোয়া টোটো কোন সিগন্যাল ছাড়াই সজোরে ধাক্কা মানে তারক বাবুর বাইকে। তারক বাবু রাস্তায় পড়ে গেলে তার পায়ের ওপর দিয়ে টোটোর পেছনের চাকা চলে যায়। গুরুতর ভাবে আহত হন তারক বাবু। উল্লেখ্য শহরের কোর্টের নির্দেশ অনুযায়ী কয়েক দিন আগেই প্রশাসনের তরফ থেকে শহরের প্রধান সড়কের ওপর টোটো চালানো আনুষ্ঠানিকভাবে পোষ্টার লাগিয়ে নিষিদ্ধ  করা হয়েছে। কিন্তু তারপরেও প্রশাসনের নাকের ডগায় টোটোপ্রধান সড়কের ওপর চলছে বহাল তবিয়তে। আজ তার খেসারৎ দিতে হল তরুণ সাংবাদিক তারক সরকারকে। প্রতেক্ষদর্শীরা জানান যে কোন নাম্বার না থাকায় ঘাতক টোটো টি পালিয়ে গেলেও কেউ সেই নাম্বার নোট করে রাখতে পারেনি।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!