বিধু বিনোদের হাত ধরে রূপালি পর্দায় ফিরছে হিট জুটি অনিল কাপুর – জুহি চাওলা
বাংলাডেস্ক, টী.এন.আই মুম্বাই, ১৩ই ডিসেম্বর ২০১৭: আবার নয়ের দশকের হিট জুটি অনিল কাপুর ও জুহি চাওলা রূপালি পর্দায় ফিরছে। ছবির নাম বিধু বিনোদ চোপরার ‘এক লড়কি কো দেখা তো অ্যাসা লগা’ ছবি। এই ছবিতে অনিল জায়া সোনাম কাপুর ও থাকছে। সূত্রের প্রকাশ জুহি থাকছে অনিল কাপুরের বিপরীতে। যদিও কোন আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের কাছ থেকে এখনো জানা যায় নি। উল্লেখ্য এর আগে এই জুটি মোট ৮টি ছবি করেছিলেন। এই জুটির শেষ ছবি ২০০৭ সালে মুক্তি পায়। এবার তাঁদের ফ্যানরা হয়ত অধীর আগ্রহে থাকবে এই ছবি মুক্তির জন্যে।
Facebook Comments