আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালুর দাবীতে মেখলীগঞ্জে ডি.এস.ও এর মিছিল
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ১২ই ডিসেম্বর ২০১৭: আজ ছাত্র সংগঠন, অল ইন্ডিয়া ডি.এস.ও এর মেখলীগঞ্জ শাখার পক্ষ থেকে তিন দফা দাবি জানিয়ে বেলা ১২টার সময় স্মারকলিপি প্রদান করা হয় মহকুমাশাসকের কাছে। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন ডি.এস.ও এর জেলা সহ-সভাপতি রঞ্জিত রায়, জেলা কমিটির সদস্য কৃষ্ণ বসাক, সদস্য রাজদ্বীপ রায়, চয়ন রায় ও আরও অনেকে। ছাত্র সংগঠন ডি.এস.ও এর দাবিগুলি ছিল – অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাস-ফেল প্রথা চালু করার সুনির্দিষ্ট ঘোষণা করতে হবে, সমগ্র স্কুলের শুন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, ছাত্রী নির্যাতন বন্ধে কঠোর ব্যাবস্থা করতে হবে ইত্যাদি। এদিন মেখলীগঞ্জ জুড়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি পথ মিছিলের মধ্যে দিয়ে ডি.এস.ও মহকুমাশাসকের অফিসে পৌছয় বলে জানা যায়। এদিকে রঞ্জিত বাবু সাংবাদিকদের জানান, সাম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালুর ঘোষণা করেন, কিন্তু তিনি স্পষ্টভাবে জানাননি কোন শ্রেনী থেকে তা চালু হবে। তাই আমাদের দাবি হল প্রথম শ্রেনী থেকেই পাশ-ফেল প্রথা চালু করা হোক।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)