জমে উঠেছে ময়নাগুরি ব্লকের বিজেপি ও তৃনমূল দুই প্রার্থীর ভোট প্রচার

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২১শে এপ্রিল, ২০১৮: ভোটে একজন নতুন আর একজন বহু পুরানো রাজনীতিবিদ। তবে ভোটের লড়াইয়ের ময়দানে তারা দুজনেই প্রস্তুত। ময়নাগুরি ২৩নং পঞ্চায়েত সমিতি আসন থেকে তৃনমূলের হয়ে পঞ্চায়েত সমিতি আসন প্রার্থী শ্রী মিতু চক্রবর্তী অপর দিকে একই আসন থেকে বিজেপির হয়ে দাড়িয়েছে শ্রী আবির দাস। জেতার ব্যপারে তারা দুজনেই যথেষ্ট আশাবাদী। শ্রী মিতু চক্রবর্তী বলেন শ্রীমতী মমতা ব্যনার্জীর উন্নয়নেই মানুষ চোখ বন্ধ করে তৃনমূল কংগ্রেস কে ভোট দেবেন। তিনি আরো বলেন বিগত বছরগুলিতে এলাকায় যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তিনি জিতে ময়নাগুরিতে উন্নয়নের দিকে আরো নজর দেবেন। অপর দিকে বিজেপি পঞ্চায়েত সমিতি প্রার্থী শ্রী আবির দাস বলেন বিগত বছরগুলিতে এলাকায় কোন উন্নতি হয়নি। মানুষ নরেন্দ্র মোদি চারিদিকে যে উন্নয়নের ধারা তা বজায় রাখতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। তিনি জেতার ব্যপারে ১০০% আশাবাদী। তিনি আরো বলেন তিনি জিতলে ময়নাগুরির উন্নয়নের দিকে নজর দেবেন। এককথায় জমে উঠেছে ১৬/১৪৩, ১৪৪ এবং ১৬/১৫০, ১৫১, ১৫২ বুথের ভোট প্রচার। এখন সময় অপেক্ষা।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!