মেটিয়াবুর্জে নাবালিকা উদ্ধারের দাবীতে ভারতীয় যুব মোর্চার মিছিল শিলিগুড়িতে

অনুরাগ রায় (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২০শে এপ্রিল, ২০১৮: কলকাতার মেটিয়াবুর্জ এলাকায় এক নাবালিকাকে অন্যায়ভাবে দীর্ঘ ৮ মাস আটকে থাকার প্রতিবাদে আজ এক বিশাল মিছিল শিলিগুড়ির রাজপথে বের হল শিলিগুড়ি জেলা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে। মিছিলে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি আরও অনেক লোক জমায়েত হয়েছিল। বিজেপির ৩ নং মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক শ্রী অনুপ আগারওয়াল (বান্টি) এই বার্তা সংবাদ মাধ্যমকে দেয়। অভিযোগ নাবালিকাকে উদ্ধার করার ক্ষেত্রে প্রশাসনিক ভাবে গাফিলতি লক্ষ্য করা গেছে। এই মিছিল চলাকালীন বিজেপি নেতা শ্রী রাজ ভট্টাচার্জ টি.এন.আই কে জানান যে পুলিশ আক্রান্ত নাবালিকাকে সঠিক ভাবে উদ্ধার করবার কোন রকম তোরজোড় করছে না। এই মিছিলের মাধ্যমে পুলিশের আরও সক্রিয় ভুমিকার দাবী জানানো হচ্ছে। দুপুর বারোটার সময় মিছিলটি এয়ার ভিউ মোড় থেকে শুরু হয়ে হিল কার্ট রোড হয়ে হাসমি চকে শেষ হয়। মিছিল কে কেন্দ্র করে কোন রকম গণ্ডগোল যাতে না হয় সেই দিকে তাকিয়ে শিলিগুড়ির প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পরার মত।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!